Sylhet Today 24 PRINT

পুতিনকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৮

হোয়াইট হাউজে বৈঠকের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

(শুক্রবার) এক ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপের সময় বলেন, রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউজ সফরে গেলে তিনি খুশি হবেন এবং এ সফরের পর তিনি ফিরতি সফরে রাশিয়া যেতে পারলে খুশি হবেন।

ট্রাম্পের আমন্ত্রণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা জানিয়েছেন।

ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সফরের বিষয়ে কয়েকবার বলেছেন। সে কারণে আমরা আমেরিকার বন্ধুদের বলতে চাই যে, আমরা কোনো কিছু চাপিয়ে দিতে চাই না আবার আমরা অভদ্র আচরণও করতে চাই না। আমরা বিষয়টি নিয়ে এমনভাবে এগুতে চাই যাতে ট্রাম্প তার প্রস্তাব বাস্তবায়ন করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.