Sylhet Today 24 PRINT

চীনে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু, নাশকতার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৮

চীনের দক্ষিণাঞ্চলে একটি কারাওকে লাউঞ্জে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে আরো পাঁচ জন দগ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে এটিকে অগ্নিসংযোগের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

পুলিশ জানায়, ১২টা ৩০ মিনিটের দিকে গুয়াংডং প্রদেশের ‍কিনগুয়ানের ইঞ্জ শহরে  একটি তিনতলা ভবনে স্থানীয় সময় রাত ১টার কিছু সময় আগে এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রাথমিক তদন্তের পর অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নাশকতা বলে বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনার সন্দেহভাজন হিসেবে লিউ চুনলু নামের ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে সনাক্ত করেছে তারা।

সন্দেহভাজনকে ধরিয়ে দিতে দুই লাখ ইউয়ান পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পর নিকটবর্তী একটি গ্রাম থেকে লিউকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

“নাশকতা ঘটনার সন্দেহভাজন লিউ চুনলুকে আটক করা হয়েছে,” নিজেদের দাপ্তরিক উইবো একাউন্টে বলেছে পুলিশ।

ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.