Sylhet Today 24 PRINT

মুখ্যমন্ত্রী বিপ্লব বললেন এবার বিশ্বসুন্দরী প্রতিযোগিতা নিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৮

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফের বেফাঁস মন্তব্যের কারণে শিরোনাম হয়েছেন। মহাভারতের যুগে ইন্টারনেট আবিস্কারের কথা বলে আলোচিত-সমালোচিত এ মুখ্যমন্ত্রী এবার কথা বলেছেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতা নিয়ে। বলছেন, বিশ্বসুন্দরী কে হবেন, আন্তর্জাতিক টেক্সটাইল মাফিয়ারাই তা ঠিক করেন। তাদের সৌজন্যেই ভারতে লাগাতার বিশ্বসুন্দরীর খেতাব আসে।

বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বিপ্লব কুমার দেব এবার ভারতীয় সংস্কৃতির প্রশংসা করতে গিয়ে ফ্যাশন শোকেই আক্রমণ করলেন। বিপ্লবের দাবি, নারীরা ইদানীং বেশি প্রসাধনসামগ্রী ব্যবহার করছেন। কিন্তু এটা অপ্রয়োজনীয়।

তার দাবি, শরীরে মাটি, গায়ে ছাই মেখে ভারতীয় নারীরা ভালোই ছিলেন। মেথির জল চুলে দিলে চুল পড়া বন্ধ হয়। কিন্তু প্রসাধনসামগ্রীর বিক্রেতা বহুজাতিক সংস্থাগুলোই ভারতীয় সংস্কৃতির পাশাপাশি নারীদেরও সর্বনাশ করে দিচ্ছে।

বিপ্লব কুমার দেবের সাফ কথা, ভারতের ১২৫ কোটি মানুষের মধ্যে অর্ধেকই নারী। তাই এই বিশাল বাজার ধরতেই আন্তর্জাতিক টেক্সটাইল মাফিয়ারাই ঠিক করে দেন কে হবেন বিশ্বসুন্দরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.