Sylhet Today 24 PRINT

ইরাকে ১৯ রুশ নারীকে যাবজ্জীবন

সিলেটটুডে ইন্টারন্যশনাল ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৮

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া এবং ওই সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত।

রোববার ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত আইএসে যোগদান এবং সন্ত্রাসবাদে সমর্থন জানানোর অপরাধে ওই রুশ নারীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বেশ কয়েকজন নারী তাদের শিশু সন্তানসহ আদালতে উপস্থিত হন।

আদালতের শুনানিতে উপস্থিত থাকা এক রুশ কূটনীতিক জানিয়েছেন, সাজা পাওয়া ওই নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়ে জানানো হবে। আজারবাইজানের আরও ছয় নারী এবং তাজিকিস্তানের আরও চার নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

বেশিরভাগ নারীই জানিয়েছেন, তাদের ভুল পথে পরিচালিত করে ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দোষী সাব্যস্ত হওয়া এক নারী বলেন, আমি জানতাম না যে আমাকে ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানতাম যে, স্বামী আর সন্তানদের সঙ্গে তুরস্কে গিয়েছি। কিন্তু হঠাৎ একদিন আবিষ্কার করলাম যে, আমি আসলে তুরস্কে না বরং ইরাকে আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.