Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় দস্যু বাহিনীর হামলায় শিশুসহ নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ মে, ২০১৮

নাইজেরিয়ার একটি গ্রামে অন্তত ৫১ জনকে হত্যা করেছে একদল দস্যু। নিহতদের মধ্যেও শিশুর লাশও পাওয়া গেছে। দেশটির কাদুনা প্রদেশের গোয়াসকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লাশগুলোর মধ্যে ১০ বছরের নিচে শিশুও রয়েছে।

জানা গেছে, ওই দস্যুরা একসময় গবাদি পশু চুরি করতো। দস্যু দলটি ওই হামলার সময় গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।

স্থানীয়রা বলেছেন, চোরের দলটি শনিবার গোয়াসকা ঘিরে ফেলে। তারা আমাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় ও গুলি ছুঁড়তে থাকে।

তারা জানিয়েছেন, এই এলাকায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে থাকে। তাই এ ধরনের হামলাকারীদের মোকাবেলায় আত্মরক্ষা বাহিনীর সাবেক এক সদস্যসহ ভিকটিমরা মিলে একটি টিম গঠন করেছে।

ঝুঁকিপূর্ণ গ্রামগুলোকে রক্ষায় জরুরি ভিত্তিতে পুলিশ ও সেনা মোতায়েনের জন্য প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির প্রতি আহবান জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, এর আগে, গত মাসে নাইজেরিয়ার  বিরিন গোয়ারি এলাকায় বন্দুকধারীদের হামলায় ১৪ জন খনি শ্রমিক নিহত হন।

তথ্যসূত্র: বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.