Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ মে, ২০১৮

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী রাজিব রাজাকেরে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। ১৪তম সাধারণ নির্বাচনে অবিস্মরণীয় জয় পেয়ে বৃহস্পতিবার মাহাথির মোহাম্মদের শপথ নেয়ার দু’দিনের মাথায় এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

নাজিব ও তার স্ত্রী ছুটিতে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর অভিবাসন বিভাগ শনিবার এই নিষেধাজ্ঞা দেয়।

নাজিব রাজাক এক টুইট বার্তায় জানান, অভিবাসন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার নোটিশ তিনি পেয়েছেন। তাকে ও তার পরিবারকে দেশত্যাগে নিষেধ করা হয়েছে।

তবে কি কারণে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সেটি তাকে জানানো হয়নি বলে টুইট বার্তায় বলেন নাজিব রাজাক। তিনি অভিবাসন বিভাগের এ নির্দেশ মেনে চলবেন বলে জানান তিনি।

এর আগে, ৬৪ বছর বয়সী নাজিব রাজাক ও তার স্ত্রী রুশমা মানসুর ঘোষণা দেন যে শনিবার তারা পরিবার নিয়ে ছুটি কাটাতে দেশের বাইরে ভ্রমণে যাবেন এবং এক সপ্তাহ পর ফিরে আসবেন।

নাজিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালীন ৭০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.