Sylhet Today 24 PRINT

একটি রাজনৈতিক দল আমাকে হত্যার চেষ্টা চালাচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক |  ১২ মে, ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলছে। এ জন্য ‘‌সুপারি’‌ও দেওয়া হয়েছে।  শুক্রবার (১১ মে) পশ্চিমবঙ্গের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘জি টোয়েন্টি ঘটনা’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি।

সাক্ষাৎকারে মমতা বলেন, আমি সব সময় সাধারণ মানুষ হিসেবে থাকতে ভালোবাসি। এখন আমাকে হত্যা করতে সুপারি দেওয়া হয়েছে। প্রশাসনে আছি তাই খবর পেয়েছি। পুলিশ আমাকে বাড়িও বদলাতে বলেছে।

কোনও দলের নাম উল্লেখ না করে মমতা জানান, একটি রাজনৈতিক দল তাকে হত্যার চক্রান্তের জন্য টাকা দিয়েছে। এরই মধ্যে তার বাড়িও ‘‌রেকি’‌ করে গেছে খুনিরা।

তিনি আরও বলেন, আমি ভয় পাই না। বহু লড়াই, সংগ্রাম করে উঠে এসেছি। অত্যাচারিত হয়েছি। অনেকবার হত্যা চেষ্টা করা হয়েছে। সম্প্রতি খবর পেলাম আবারও আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, তু আমি যতদিন বাঁচব, প্রতিবাদ করবই। কেউ আমার কণ্ঠরোধ করতে পারবে না। আর যদি সত্যিই এমন ঘটনা ঘটে, তাহলে আমার অবর্তমানে দল কে চালাবে সেটিও লিখে রেখেছি।

খবর : আজকাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.