Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ মে, ২০১৮

ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। একই হামলায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। রোববার (১৩ মে) সকালে পৃথকভাবে ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলের বন্দর নগরী সুরাবায়ায় এ ঘটনাগুলো ঘটে।

এ হামলায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্র্যান্স বারুঙ্গ মাংগেরাজানায় বরাত দিয়ে জানায় ইন্দোনেশিয়ার মেট্রো টিভি।

হামলা চালানো গির্জা তিনটি হলো ইম্মাকুলেট স্যাক্রেড চার্চ অব সেইন্ট ম্যারি, জেকিআই এবং পেন্টেকোস্টাল।

হামলার পরপরই আহতদের পার্শ্ববর্তী সোয়েতোমো হাসপাতাল ও ভায়াঙ্কারা এনগাগেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, হামলাগুলো আত্মঘাতী বোমা হামলা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এদিকে, পুলিশ দেশটির গণমাধ্যমকে বোমা হামলার স্থানগুলোতে ঢুকতে দিচ্ছে না।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমা হামলার জায়গাটি ঘিরে রেখেছে। পুলিশের সঙ্গে সেখানে ইন্দোনেশিয়ার মোবাইল বিগ্রেড এবং বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীর আনাগোনা লক্ষ্য করা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভয়াল তিনটি বোমা হামলা ভিন্ন ভিন্ন তিনটি জায়গায় হলেও দশ মিনিটের ব্যবধানে হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।

খবর: সিএনএন ও কম্পাসডটকম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.