Sylhet Today 24 PRINT

লিবিয়ায় বিমান হামলা ১৫ আইএস নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ জুন, ২০১৫

লিবিয়ায় বিমান হামলায় চরমপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ১৫ যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর দিয়েছে ‘বার্তা সংস্থা’ সিনহুয়া।

খবরে বলা হয়, লিবিয়ার স্বঘোষিত সরকার বাহিনী লিবিয়া ডন সোমবার এই হামলা চালিয়েছে।


বিদ্রোহী এই শক্তির একটি সূত্র সিনহুয়াকে জানিয়েছে, সিরতের নোফলিয়া শহরে আইএসের আস্তানায় বিমান হামলা করা হয়। এতে ১৫ জিহাদি নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের আবো জাওয়াদ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিদ্রোহীদের সূত্রটি আরও বলেছে, আইএসের গোপন আস্তানা গুঁড়িয়ে দিতে সিরতে বিমান হামলা অব্যাহত থাকবে। দের্না শহর দখলের পর সম্প্রতি এই সিরতের দখল নিয়েছে আইএস।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ লিবিয়া সংকটের গভীর খাদে পড়ে যায়। দেশটিতে এখন দু’টি সরকার একই সঙ্গে চালু রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.