Sylhet Today 24 PRINT

ত্রিপুরায় বন্যায় ৬ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০১৮

বর্ষা মৌসুম শুরুর আগেই একটানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ত্রিপুরা রাজ্যে।

টানা বৃষ্টিতে ত্রিপুরার বেশ কিছু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। সরকারি হিসাবের বরাত দিয়ে এই সময় জানিয়েছে, এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া গৃহহীন হয়ে পড়েছেন ১৮ হাজার মানুষ।

পরিস্থিতি বিবেচনা করে সোমবার দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মৃতদের পরিবারপ্রতি পাঁচ লাখ রুপি করে দেয়া হবে। আর যাদের ঘর ভেঙেছে, তারা এক লাখ রুপি করে পাবেন।

সোমবার নিজের বিধানসভা কেন্দ্র বনমালীপুর এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই ক্ষতিপূরণের ঘোষণা দেন তিনি।

ত্রিপুরার ইমার্জেন্সি অপারেশন কেন্দ্র, ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বৃষ্টিতে ধস নামায় জখম হয়েছেন আরও তিনজন। রাজ্যের ৭১টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৭ হাজার ৮৪০ জন।

রাজধানী আগরতলার কয়েকটি অঞ্চল ছাড়াও আগাম বর্ষার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে পশ্চিম ত্রিপুরা, খোওয়াই ও গোমতী জেলায়।

গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোমবার আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগ কাটার সম্ভাবনা কম। আরও বৃষ্টি হতে পারে। সূত্র : এই সময়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.