Sylhet Today 24 PRINT

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ মে, ২০১৮

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মে) উত্তর-পশ্চিম বাগদাদের শিয়া অধ্যুষিত শুলা এলাকায় এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র।

ইরাকের জাতীয় নিরাপত্তা সংস্থার গণমাধ্যম কেন্দ্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, সাকলাউইয়া পার্কের প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করার পর সে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে ‘বেশ কয়েকজন বেসামরিক’ হতাহত হন।

হামলার ধরনে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) লক্ষণ থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

২০১৭ সালের ডিসেম্বরে সুন্নি এই জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। অধিকাংশ ক্ষেত্রে আইএসের পরাজয় ঘটলেও জঙ্গিগোষ্ঠীটি এখনও দেশটিতে সক্রিয় আছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের আশপাশে ছোট ছোট সেলের মাধ্যমে নিজের তৎপরতা বজায় রেখেছে গোষ্ঠীটি।

এরা প্রায়ই বিচ্ছিন্ন হামলা পরিচালনা করে থাকে। চলতি মাসের প্রথমদিকে বাগদাদের ২৫ কিলোমিটার উত্তরে তারমিয়াতে প্রাণঘাতী এক বন্দুক হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.