Sylhet Today 24 PRINT

১২ জুন বৈঠক হতেও পারে: ট্রাম্প

ইন্টারন্যশনাল ডেস্ক |  ২৬ মে, ২০১৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ১২ জুনের বৈঠক হতেও পারে। বৃহস্পতিবার ওই বৈঠক বাতিলের চিঠি দেয়ার পর শুক্রবার ট্রাম্প এমন মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প বলেন, আমরা দেখবো কী হয়। এমনকি ১২ জুন বৈঠক হতেও পারে। আমরা এখন তাদের সঙ্গে কথা বলছি। তারা খুব করে চাইছে যে বৈঠকটা হোক, আমরা এটা করতে চাইছি।

এর আগে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘উন্মুক্ত বৈরিতার’ অভিযোগ তুলে কিম জং-উনের সঙ্গে ওই বৈঠক বাতিল করেন ট্রাম্প।

পরে শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, তারা ‘যেকোনো সময়’ ওই বৈঠকে বসার ব্যাপারে আগ্রহী।

উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম কিয়ে-গয়ান বলেছেন, বৈঠক বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ‘অত্যন্ত দুঃখজনক’।

এদিকে ১২ জুন সিঙ্গাপুরের ওই বৈঠক অনুষ্ঠিত হলো এটাই হতো প্রথম কোনো ঘটনা যেখানে একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে বসলেন।

ওই বৈঠকে কী বিষয় নিয়ে আলোচনা হতো সেটা অস্পষ্ট নয়। তবে উভয় নেতা কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ ও উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা করতেন।

ট্রাম্প ওই বৈঠক বাতিল করার কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া জানায়, তারা প্রতিশ্রুতি অনুযায়ী পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.