Sylhet Today 24 PRINT

সন্ত্রাসবিরোধী অভিযানে ভারতে ৩৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ মে, ২০১৮

ভারতের পুনেতে অভিযান চালিয়ে ৩৬ ‘অবৈধ’ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে শনিবার ওই ব্যক্তিদের আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় পুলিশ জানিয়েছে, শিল্প নগরী বারামতি, ভাদগাওন নিমবালকার, ডাউন্ট ও ইয়াদাব থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করেছে পুলিশ।

পুলিশ বলছে, কিছু ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পুনেতে বসবাস করছেন-এই তথ্য পেয়ে পুনের সন্ত্রাসবিরোধী পুলিশের বিশেষ স্কোয়াড অভিযান চালায়। এ অভিযানে স্থানীয় থানা পুলিশ সদস্যরাও ছিলেন। এ সময় ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।  

পুলিশের দাবি, অবৈধভাবে বসবাসের পাশাপাশি কোনো ধরণের অনুমতি ছাড়াই তারা স্থানীয় একটি কোম্পানিতে কাজ করে আসছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.