Sylhet Today 24 PRINT

শিলংয়ে সহিংসতা: একহাজার সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে সহিংসতা ঠেকাতে প্রায় এক হাজার কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।

সোমবার (৪ জুন) সন্ধ্যায় ফের সহিংসতা ছড়িয়ে পড়লে রাজ্য সরকারের অনুরোধে এই সেনা পাঠানো হয়।

জানা যায়, শহরের পাঞ্জাবি লাইন এলাকার বাসিন্দাদের সঙ্গে রাজ্যচালিত বাসের খাসি সম্প্রদায়ের চালকদের দ্বন্দ্বের জেরে এই সহিংসতা শুরু সৃষ্টি হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সহিংসতায় পুলিশ সদস্যসহ ১০ জনের বেশি আহত হয়েছেন এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এক শিশু নিহত হওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অভিবাসী পাঞ্জাব কলোনিতে হামলার চেষ্টা করা হয়।

মেঘালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রাজ্য সরকারে কাছ থেকে তথ্য নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

মন্ত্রণালয়টির এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অনুরোধে পর্যাপ্ত সেনা শিলংয়ে পাঠানো হয়েছে।

অপর এক কর্মকর্তা বলেন, আধাসামরিক বাহিনীর প্রায় ১০টি কোম্পানি মেঘালয়ে পাঠানো হয়েছে। প্রতিটি কোম্পানির ১০০ জন করে সেনাসদস্য রয়েছেন।

টাইস অব ইন্ডিয়া জানিয়েছে, গত শুক্রবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সহিংসতার পর শনিবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়।

গতকাল রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।

এ ঘটনার পর শিলং ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। পরিস্থিতি সামাল দিতে এলাকাজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে সরকার। সেই সাথে পেট্রল বা ডিজেল বিক্রির ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.