Sylhet Today 24 PRINT

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুন, ২০১৮

জাপানের পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৮ জুন) সকালে দেশটির দ্বিতীয় বৃহত্তম মহানগরী ওসাকায় এই ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, ভূমিকম্পে জাপানের গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। ফেটে গেছে বেশ কয়েকটি পানির পাইপ।

সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টিভি আশাহি এই ভূমিকম্পে কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে কোন সম্ভাব্য সুনামির জন্য সতর্কতা জারি করা হয়নি।

প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে আক্রান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পে হওয়া ক্ষতির পরিমাণ হিসাব করছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ওসাকা শহর থেকে অল্প কিছুটা উত্তরে। প্রাথমিকভাবে সংস্থাটি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৯ ঘোষণা দিয়েছিল। তবে পরবর্তীতে তা বৃদ্ধি করে ৬.১ বলে ঘোষণা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.