Sylhet Today 24 PRINT

দিল্লিতে একই পরিবারের ১১ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ জুলাই, ২০১৮

ভারতের রাজধানী দিল্লিতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ।

রোববার (১ জুলাই) সকালে উত্তর দিল্লির বুরারিতে তাদের নিজ বাড়ি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ওই মৃতদেহগুলো গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে ওই ব্যক্তিরা আত্মহত্যা করেছে নাকি তাদের হত্যা করা হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশ এই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছে।

তবে স্থানীয় এক ব্যক্তির বরাত দিতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এই পরিবার একটি মুদি দোকান চালাতো। প্রত্যেকদিন সকাল ৬টায় দোকান খোলা হলেও সেদিন সাড়ে ৭টা পর্যন্ত দোকান খোলা হয়নি দেখে তিনি তাদের বাসায় যান। দরজা খোলাই ছিল বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তারপর ভেতরের ঘরে ১০ জন ব্যক্তির চোখ বাঁধা মৃতদেহগুলো একটি রেলিংয়ের সঙ্গে ঝুলছিল বলে দেখেন তিনি। অপর ব্যক্তিটির দেহ মেঝেতে পড়ে ছিল।

পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বর্তমানে সেগুলো বিশ্লেষণ করা দেখা হচ্ছে বলে জানা যায়। ঘটনাটি গণআত্মহত্যা নাকি খুন করে ঝুঁলিয়ে রাখা হয়েছে, পুলিশ সে বিষয়টি তদন্ত করে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.