Sylhet Today 24 PRINT

জাপানের বুলেট ট্রেনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জুন, ২০১৫

জাপানের একটি দ্রুতগতির ট্রেনে (বুলেট ট্রেন) আগুনের ঘটনায় কমপক্ষে দুই জন আহত হয়েছেন। আত্মহত্যার উদ্দেশ্যে এক যাত্রী ট্রেনের ভেতর নিজের গায়ে তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ট্রেনটি রাজধানী টোকিও থেকে ওসাকা যাচ্ছিলো। ওদওয়ারা নগরী ‍অতিক্রমের সময় ট্রেনটিতে প্রথম ধোঁয়া দেখা যায়। আগুনের ঘটনায় হৃদযন্ত্রের দুর্বলতাজনিত কারণে দুই আরোহী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

জাপানের বুলেট ট্রেনগুলোতে দুর্ঘটনার রেকর্ড খুবই কম। এগুলো ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.