Sylhet Today 24 PRINT

পাকিস্তানে ২ জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ জুন, ২০১৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দু’টি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছেন। এতে আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন পত্রিকা।

প্রদেশের কোহলু এবং ডেরা বুগতি জেলার সীমান্তবর্তী পীর সুরী দরবার এবং হান নুল্লাহ এলাকায় সোমবার রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে স্থানীয় প্রশাসন ওই সংঘর্ষে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। তারা টেলিফোনে স্থানীয় পত্রিকা ‘ডন’কে বলেছেন, ‘হ্যাঁ, মানুষ মারা গেছে, কিন্তু ঠিক কত জন মারা গেছে এ সম্পর্কে আমরা নিশ্চিত নই।’

ওই সংঘর্ষে দুই গোষ্ঠীই একে অপরকে লক্ষ্য করে দীর্ঘসময় ধরে ভারী অস্ত্র ব্যবহার করেছিল। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওই সংঘর্ষে নিহতরা বেলুচিস্তানের দু’টি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীর সদস্য।

ডেরা বুগটি এবং কোহলু জেলা দু’টি বেলুচিস্তানের সবচেয়ে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত। গত কয়েক বছর ধরেই সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং নিরাপত্তা বাহিনীকে কেন্দ্র করে হামলা চালিয়ে যাচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.