Sylhet Today 24 PRINT

কানাডায় তীব্র তাপদাহে ১৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৮

কানাডার কুইবেক অঙ্গরাজ্যে গত সপ্তাহে প্রচণ্ড তাপদাহে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় তাদের মৃত্যু হয়।

বুধবার (৪ জুলাই) স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলে জানা গেছে।

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বলেছেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়ালে ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও ওই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনের মৃত্যুর খবর আসে।

কুইবেকের গণস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের বেশিরভাগের বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না।

কানাডার আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা ৪০ ডিগ্রীতে অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) কুইবেকে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। আগামী দু'দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে কানাডার আবহাওয়া সংস্থা জানিয়েছে।  কুইবেকের মন্ট্রিয়ল, ওন্টারিওসহ কয়েকটি শহর ও গ্রামে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।  

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তাই স্থানীয়দের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.