Sylhet Today 24 PRINT

জাপানে ভূমিধস ও বন্যায় নিহত শতাধিক, নিখোঁজ ৫৬

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০৯ জুলাই, ২০১৮

জাপানে বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও নিখোঁজ হয়েছেন কমপক্ষে ৫৬ জন।

সোমবার দুপুর পর্যন্ত দেশটির ১৯টি প্রদেশের প্রায় ৬০ লাখ মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে সরকার। এছাড়াও ২৩ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।

জাপানে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, ২/১ দিনের মধ্যে বৃষ্টিপাত কমলেও ভূমিধস অব্যাহত থাকতে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানিয়েছে, বন্যা ও ভূমিধসে হিরোশিমায় সবচেয়ে বেশি ৪২ জন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইমিয়ে প্রদেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে ১৩টি রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির পশ্চিমাঞ্চলের ৩৭টি রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। প্রায় পাঁচ লাখ মানুষের শহর কারুশিকি বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিপাতে কয়েকশ বাড়ি ধসে পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.