Sylhet Today 24 PRINT

ভারতে বাস দুর্ঘটনায় ৩৩ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৮

ভারতের মহারাষ্ট্র প্রদেশে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৩৪ যাত্রীর ৩৩ জনই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাস শনিবার (২৮ জুলাই) রাইগাদ জেলার মহাবালেশ্বর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জেলা প্রশাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পর্যটকবাহী বাসটি মহাবালেশ্বরের আম্বেনালি ঘাট এলাকায় এলে সেটি রাস্তা থেকে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হলেন প্রকাশ সাওয়ান্ত দেসাই। দুর্ঘটনার মুহূর্তে তিনি বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান।

জানা যায়, রত্নাগিরি জেলার ড. বালাসাহেব বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বনভোজনের জন্য ক্যাম্পাস থেকে বাসটি নিয়ে মহাবালেশ্বরের দিকে যাচ্ছিলেন। স্থানীয় সময় সকাল সাড়ে এগারটার দিকে বাসটি দুর্ঘটনাস্থলের বিপজ্জনক মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

ইতোমধ্যে স্থানীয় উদ্ধারকর্মী এবং পুলিশ সেখানে উদ্ধারকাজ শুরু করেছে। পুনে থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর একটি দলকেও সেখানে ডাকা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.