Sylhet Today 24 PRINT

ডয়চে ভেলের এশিয়া প্রধান বাঙালি দেবারতি

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৮

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান হলেন বাঙালি দেবারতি গুহ। এই প্রথম কোনো বাঙালি বা অভিবাসী এই দায়িত্ব পেলেন।

ডয়চে ভেলে বাংলা সার্ভিসের প্রধান দেবারতি গুহ বেশ কিছুদিন ধরেই ডয়চে ভেলে এশিয়া বিভাগের ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পেলেন।

কলকাতার মেয়ে দেবারতি ২০০৫ সাল থেকে জার্মানিতে আছেন। প্রথমে তিনি ডয়চে ভেলে টিভি ও রেডিওতে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে ডয়চে ভেলে একাডেমি থেকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিয়ে পুরোপুরি সাংবাদিকতায় যোগ দেন।

এর আগে তিনি দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেবারতির জন্ম কলকাতায় হলেও তার পূর্ব পুরুষের বাড়ি বাংলাদেশে।

ডয়চে ভেলে বাংলায় সম্পাদক হিসেবে কাজ শুরুর কয়েক বছরের মধ্যে এই বিভাগের প্রধানের দায়িত্ব পান  দেবারতি। পরে দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কের দায়িত্বও তিনি  পালন করেন। আর সেই দায়িত্ব সফলভাবে  পালন করার জন্যই  এখন তিনি এশিয়া বিভাগের দায়িত্বে অধিষ্ঠিত হলেন।

ডয়েচে ভেলের এশিয়া বিভাগের অধীনে রয়েছে বাংলা, হিন্দি, উর্দুসহ কয়েক বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.