Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৮

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। ভূমিকম্পের পরে মলুক্কা দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসির এক খবরে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সতর্কতা জারি করে জানিয়েছে, যেখানে ভূমিকম্প হয়েছে সেখান থেকে ৩০০ কিলোমিটার দূরবর্তী এলাকায় সুনামি আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থার জরিপে জানা গেছে, মলুক্কা দ্বীপ থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি স্থল।

তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.