Sylhet Today 24 PRINT

ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনির ওপর গাড়ি, আটক ১

জুয়েল রাজ, লন্ডন |  ১৪ আগস্ট, ২০১৮

ব্রিটিশ পার্লামেন্টের সামনে উচ্চ নিরাপত্তাঘেরা এলাকার নিরাপত্তা বেষ্টনির ওপর দিয়ে গাড়ি তুলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মেট পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময়  সকাল সাতটা ৩৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে মেট পুলিশের টুইট বার্তায় জানানো হয়েছে।

ঘটনার পরপর পুরো এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয়েছে পার্লামেন্টের সব প্রবেশপথ। পাশের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি, সশস্ত্র পুলিশসহ বিপুল সংখ্যক নিরাপত্তাবাহিনীর সদস্য রয়েছে।

এ ঘটনায় আটককৃত  ব্যক্তি কৃষ্ণাঙ্গ। ঘণ্টায় ২০ মাইল গতির ভেতরে সে ৪০ থেকে ৫০ মাইল গতিতে গাড়ি চালিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,  দেখে মনে হয়েছে ঘটনাটি ইচ্ছাকৃত।

কাউন্টার     ইউনিট জানিয়েছে, পুরো ঘটনার রহস্য উদঘাটনে এবং এর সঙ্গে সন্ত্রাসের সংশ্লিষ্টতা ছিল কি না তা  খতিয়ে দেখছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.