Sylhet Today 24 PRINT

ইরাকে সাবেক সাংসদের বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ আগস্ট, ২০১৮

ইরাকের উত্তরাঞ্চলে সাবেক এক সংসদ সদস্যের বাড়িতে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ছয়জন।

বুধবার (২২ আগস্ট) সকালে দেশটির সালাউদ্দিন প্রদেশের সুন্নি অধ্যুষিত অ্যাসদিরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ওই ছয় ব্যক্তি সুন্নি যোদ্ধা।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক জঙ্গি সুইসাইড ভেস্ট পরে দেশটির সাবেক সাংসদ আদনান আল-গনামের বাড়িতে হামলা চালায়। এতে নিহত সবাই সুন্নি সম্প্রদায়ের মানুষ। তাঁরা সুন্নিদের সশস্ত্র সংগঠন ট্রাইব্যাল মবিলাইজেশন ফোর্সের সদস্য। এই গোষ্ঠী সরকারের পক্ষে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করছে।

কোনো গোষ্ঠী এই হামলার ঘটনায় দায় স্বীকার করেনি। তবে খবরে বলা হয় ওই এলাকা নিয়ন্ত্রণ করে আইএস।

২০১৪ সালে আইএস উত্তরাঞ্চলের অনেক অংশ নিয়ন্ত্রণে নেয়। পরে ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ও সুন্নি সম্প্রদায়ের যোদ্ধাদের সমর্থনে ইরাকি বাহিনী শিরকা এলাকা থেকে আইএসকে হটিয়ে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.