Sylhet Today 24 PRINT

হাক্কানি নেটওয়ার্ক প্রধানের মৃত্যু, ঘোষণা তালেবানের

অনলাইন ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

কয়েক বছর অসুস্থ থাকার পর আফগানিস্তানের শক্তিশালী জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আফগান তালেবানের বরাতে  বিবিসি এক বিবৃতিতেএ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্ম ও আল্লাহর প্রতি অনুগত থেকে তিনি যুবক বয়স কাটিয়েছেন। মৃত্যুর শেষ কয়েক বছর রোগে ভুগেছেন।

এছাড়া, জিহাদি ব্যক্তিত্ব হিসেবে তাকে অনুসরণীয় নেতা বলে উল্লেখ করা হয়। তবে এর বেশি কিছু জানা যায়নি। তিনি ঠিক কবে মারা গেছেন তাও অস্পষ্ট হেয়ে আছে। বেশ কয়েক বছর ধরে হাক্কানির মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে।

হাক্কানি ১৯৮০ এর দশকে মার্কিন সিআইএর সাথে যুক্ত থেকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন। পরবর্তীতে তিনি তালেবানের সাথে মিত্রতা গড়েন। আফগানিস্তানে ভয়াবহ সব জঙ্গি হামলার জন্য হাক্কানি জঙ্গি গোষ্ঠীকে অভিযুক্ত করা হয়। ২০১৭ সালে রাজধানী কাবুলে সংগঠনের জঙ্গিদের  ট্রাক বোমা হামলায় ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ২০০১ সাল থেকে হাক্কানির ছেলে সংগঠনটির দায়িত্ব পালন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.