Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২০

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেসলিং ক্লাবে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

বুধবারের এ ঘটনায় প্রথমে এক আত্মঘাতী বোমারুর হামলায় চার জন নিহত হন; এ হামলার পর হতাহতদের উদ্ধারের সময় ঘটনাস্থলে গাড়ি চালিয়ে এসে আরেক আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত ক্লাবটি নগরীর শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এই এলাকাটিতে দেশটির হাজারা সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে।

গাড়ি বোমা হামলায় নিহতদের মধ্যে টোলো নিউজ চ্যানেলের দুই সাংবাদিকও আছেন। এ সময় আরও চার সাংবাদিকও আহত হন।

এক টুইটে টোলোর প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা বলেছেন, গণমাধ্যমটি তাদের সেরা সাংবাদিকদের মধ্যে দুজনকে হারিয়েছে।

নিহত দুই সাংবাদিকের নাম সামিম ফারামার্জ ও রামিজ আহমাদি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাজাফিজাদা।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলের এই দাস্ত-ই-বার্চি এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

এপ্রিলে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তে বিবিসির এক সাংবাদিকও নিহত হয়েছিলেন।

রিপোটার্স উইথআউট বর্ডার্স এর বিবেচনায় ২০১৭ সালে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক তৃতীয় দেশ হয়েছিল আফগানিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.