Sylhet Today 24 PRINT

মিশরে মুসলিম ব্রাদারহুডের ৭৫ সমর্থকের মৃত্যুদণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

মোহাম্মদ মুরসির সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় সহিংসতার ঘটনায় মিশরে মুসলিম ব্রাদারহুডের ৭ শতাধিক সমর্থক নানা মেয়াদে দণ্ডিত হয়েছেন।

২০০৩ সালের ওই ঘটনায় ইসলামী নেতাসহ ৭৫ জনের মৃত্যুদণ্ড এবং আরও ৪৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান এবং বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতাচ্যুত করেন। এরপর তিনি নিজে প্রেসিডেন্ট হন।

শনিবারের পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়ায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে 'মোটামুটি অন্যায়' এবং মিশরের সংবিধানের অবমাননা বলে মন্তব্য করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.