Sylhet Today 24 PRINT

নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

নেপালের নিউয়াকোট জেলার মাইলুং পাখা গিরিসঙ্কটের বনে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৬ জন। ঘটনার সময় হেলিকপ্টারে সাত আরোহী ছিলেন। শনিবারের এ ঘটনায় এক নারী আরোহী  বেঁচে আছেন বলে এক খবরে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট ও সিনহুয়া।

অ্যালটিটিউড এয়ারের হেলিকপ্টারটি নিয়ে পাইলট নিশাল কেসি দেশটির মধ্যাঞ্চলীয় গোর্খা জেলা থেকে রাজধানী কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা হওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।

পরে নিউয়াকোট জেলার মাইলুং পাখা গিরিসঙ্কটের বন এলাকায় নিখোঁজ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়।

নিউয়াকোটের পুলিশ প্রধান এসপি বসন্ত বাহাদুর কুনওয়ার বলেন, দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির ছয় আরোহীকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু এক নারী আরোহী জীবিত আছেন। ওই নারীর নাম আনি দোলমা।

এর আগে দুই বছর আগে দেশটির রাজধানী ২২ কিলোমিটার উত্তরে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছিল।

উল্লেখ্য, গত ১২ মার্চ সোমবার ৬৭ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু-সহ ইউএস-বাংলার একটি উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন৷ তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি৷ এ ঘটনায় ২০ জন প্রাণে বেঁচে ফেরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.