Sylhet Today 24 PRINT

চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে।

তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও শনাক্ত করতে পারেননি স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসি

এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। তার আগেরও অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.