Sylhet Today 24 PRINT

বাংলাদেশ হয়ে বুলেট ট্রেন ছুটবে কলকাতা-কুনমিং, ভাবনা চীনের

অনলাইন ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

চীন ও ভারতের মধ্যে বুলেট ট্রেন স্থাপনে চীনা সরকার এক বিশাল পরিকল্পনার কথা ভাবছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ওই ট্রেনের যাত্রা শুরু হবে চীনের কুনমিং শহর থেকে। মিয়ানমার এবং বাংলাদেশ হয়ে সবশেষে এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছাবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) কলকাতায় এক সংবাদ সম্মেলনে চীনা কনসুল জেনারেল (রাষ্ট্রদূত) মা ঝানউ বলেন, চীন ও ভারতের যৌথে উদ্যোগে ওই দুই শহরের মধ্যে দ্রুতগতির রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব। তার ভাষায়, ‘দুই দেশের মধ্যে রেল সংযোগ স্থাপনের এই পরিকল্পনাটি সফল হলে মাত্র কয়েক ঘণ্টায় কুনমিং থেকে কলকাতায় আসা যাবে।’

আর এই বুলেট ট্রেন প্রকল্প থেকে সুবিধা পাবে বাংলাদেশ ও মিয়ানমারও।

ওই চীনা দূত আরো জানান, ২৮০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে চীন-ভারত-মিয়ানমার-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন আরো জোরদার হবে। এই বুলেট ট্রেন পরিকল্পনার কথা ২০১৫ সালেই শোনা গিয়েছিলো। তবে এটি বাস্তবায়নে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নের আরো অনেক আলোচনা ও পরামর্শ প্রয়োজন বলে মনে করেন চীনা কনসুল জেনারেল মা।

সূত্র: এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.