Sylhet Today 24 PRINT

টানা তিনদিন কম্পিউটারে গেম খেলে মৃত্যু!

কম্পিউটার গেম খেলার নেশা যে কি ভয়াবহ পরিনতির কারন হতে পারে তা দেখা গেল এবার ।

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫


কম্পিউটার গেম খেলার নেশা যে কি ভয়াবহ পরিনতির কারন হতে পারে তা দেখা গেল এবার । চাইনিজ তাইপের এক  বাসিন্দা  টানা তিনদিন ইন্টারনেট ক্যাফেতে বসে ভিডিও গেম খেলার ফলে মারা গেলেন।
তাঁর নাম শিহে (৩২) । 
 
ক্যাফেতে টানা তিনদিন খেলার পর হঠাৎ দেখা যায় তিনি নড়ছেন না ।  উপস্থিত অন্য ব্যক্তিরা প্রথমে ভেবেছিলেন শিহে হয়তো ঘুমোচ্ছে।  কিন্তু কিছু পরেই সেখানকার এক কর্মী বুঝতে পারেন, শিহে-র নিশ্বাস পড়ছে না। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন।

চিকিত্সকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের জন্য মৃত্যু হয়েছে শিহের।ইন্টারনেট ক্যাফের কর্মীরা জানিয়েছেন, শিহে সেখানে প্রতিদিনই যেতেন। প্রায়ই তিনি দীর্ঘসময় ধরে ভিডিও গেম খেলতেন। অবশেষে ক্লান্ত হয়ে গেলে, ঘুমিয়ে পড়তেন।

সেইজন্য শিহেকে প্রথমে টেবিলে মাথা নিচু করে থাকতে দেখে সেভাবে কেউ সন্দেহ করেননি।
অনেকেই ভেবেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েছেন। এর আগে তাইপেই শহরে ৩৮বছর বয়সি এক ভদ্রলোক মারা গিয়েছিলেন ইন্টারনেট ক্যাফেতে, টানা পাঁচ দিন ভিডিও গেম খেলার ফলে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কোন কিছু অতিরিক্ত নেশার ফলে একধনের মানসিক স্ট্রেস তৈরি হয় যার ফলে এমন দুর্ঘটনা ঘটতে পারে ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.