Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

পরপর কয়েকটি ভূমিকম্পের পর সুনামিও আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রায় তিন মিটার উঁচু ঢেউ আঘাত হানে পালু শহরের সুলাওয়েসি দ্বীপে। এতে প্রায় ৪৮ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থা বিএনপিবি'র মুখপাত্র সুতপো পারো নিউগরোও জাকার্তায় এক ব্রিফিংয়ে বলেন, সুনামির কারণে উপকূলে অনেক মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু সংখ্যা এখনও অজানা।

তিনি আরও বলেন, কমপক্ষে ৪৮ জন মারা গেছেন এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।

পালু শহরের বার্ষিকী উদযাপনের জন্য সমুদ্র সৈকত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলো শত শত মানুষ। শুক্রবার রাতে এ উৎসব শুরু হওয়ার কথা ছিল।

দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থার একজন মুখপাত্র জানান, ঘন ঘন ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত আছে।

শুক্রবার পালু শহরের অদূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রা ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠেছিল দেশটির মধ্যাঞ্চল। তবে এর আগেই ইন্দোনিশয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.