Sylhet Today 24 PRINT

ভূমিকম্প-সুনামির পর এবার আগ্নেয়গিরির কবলে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০১৮

শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে ‘মৃত্যুপুরী’তে পরিণত হওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় এবার একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। এর প্রভাবে এরইমধ্যে আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। যাতে ব্যাঘাত ঘটতে পারে ফ্লাইট চলাচলে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের আঘাতস্থল সুলাওয়েসি দ্বীপে মাউন্ট সপুতান জেগে ওঠায় তা থেকে লাভা নির্গত হওয়ার আশঙ্কায় লোকজনে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।  আগ্নেয়গিরিটি থেকে আকাশে প্রায় ২০ হাজার ফুট উপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

তবে আগ্নেয়গিরিটি ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের প্রভাবে জেগে উঠেছে কি-না, সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। সুনামির ফলে সৃষ্ট ঢেউ প্রদেশের পালু শহরকে ভাসিয়ে নিয়ে যায়। এতে এখন পর্যন্ত প্রায় ১৪শ’ মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ বহু মানুষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.