Sylhet Today 24 PRINT

অর্থনীতিতে নোবেল জিতলেন দুই মার্কিনি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৮

চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন দুই মার্কিনি উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার।

সোমবার (৮ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি শান্তিতে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।

অর্থনীতিতে নোবেলজয়ী উইলিয়াম নর্ডহাউস কাজ করেছেন জলবায়ু পরিবর্তন নিয়ে এবং পল রোমার কাজ করেছেন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে।

নোবেল কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নর্ডহাউসকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির দিকটি নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে পুরস্কার দেওয়া হয়েছে।

অন্যদিকে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোমার দেখিয়েছেন, কিভাবে অর্থনীতিবিদরা আরো গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জন করতে পারেন।

আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থ তারা ভাগ করে নেবেন।

এর আগে মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এক জুরির স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.