Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৮

ইন্দোনেশিয়ার জাভায় ৬ মাত্রার ভূমিকম্পে একটি ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) এ ভূমিকম্পে জাভার পাশাপাশি বালি দ্বীপেরও বেশ কয়েকটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে জানিয়েছে সংস্থা রয়টার্সের।

দ্বীপ দুটির অসংখ্য বাসিন্দাকে আতঙ্কে বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে জাভার সুমবেরানায়ারের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল।

ভূমিকম্পে বালির রাজধানী দেনপাসারেরও অনেক ভবনই দুলে ওঠে। পর্যটকধন্য দ্বীপটিতে এমন এক সময়ে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল, যখন সেখানে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন চলছিল।

সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের ১৯ হাজারেরও বেশি প্রতিনিধি, মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরাসহ বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা এখন বালিতেই অবস্থান করছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগ্রহ জানান, ছয় মাত্রার এ ভূমিকম্পে জাভার পূর্বাঞ্চলে একটি ভবন ধসে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় চলতি বছরও একের পর এক প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনে চলেছে। গত মাসে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পের পর সুনামিতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.