Sylhet Today 24 PRINT

স্ত্রীর ঘনিষ্ঠ ছবি গুগল ম্যাপে শনাক্তের পর ডিভোর্স

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৮

একটি ব্রিজে যাওয়ার সহজ পথ খুঁজতে গুগল স্ট্রিট ভিউয়ের সাহায্য নিচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় হঠাৎ স্ট্রিট ভিউয়ের একটি ছবি তার নজর আসে। যাতে দেখা যায়, রাস্তার পাশে বেঞ্চে এক জুটি। যাদের মধ্যে নারীটির কোলে পুরুষ ব্যক্তিটি শুয়ে আছেন। নারীটি তার হাত বুলাচ্ছিল পুরুষটি মাথায়। ঘটনাটি পেরুর রাজধানী লিমার।

ওই নারীর পরনে সাদা টপস, জিনস ও হিল দেখে তিনি মনোযোগী হন। এরপর জুম করে দেখেন, ওই নারী তার স্ত্রীর মতো দেখতে।

ওই ব্যক্তি জানান, ওই পোশাক দেখার পর তার মনে পড়ে যে, তার স্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে সেগুলো পরে গেছেন। এরপর তিনি বুঝতে পারেন যে, এটা তার স্ত্রী-ই। বাসায় গিয়ে তিনি স্ত্রীকে এই অবিশ্বস্ততার বিষয়ে রাগান্বিত হয়ে জেরা করতে গেলে, স্ত্রী তার সম্পর্কের কথা স্বীকার করেন।

স্থানীয় মিডিয়া জানায়, এরপর ওই কাপলের ডিভোর্স হয়ে যায়। ২০১৩ সালের এই ঘটনার পর ছবিটি ফেসবুকে শেয়ার করেন ওই ব্যক্তি। সেখানে তার ফলোয়াররা মন্তব্য করেন যে, পৃথিবীটা আসলেই ছোট এবং ধরা খাওয়ার আগে তার স্ত্রী মোটেই সততার পরিচয় দেননি। সূত্র: মেইল অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.