Sylhet Today 24 PRINT

ইরাকে বিস্ফোরক বোঝাই গাড়ি বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৮

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কায়ারায় বিস্ফোরক বোঝাই গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবারের এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, মসুলের দক্ষিণের কায়ারা শহরের একটি জনাকীর্ণ মার্কেট এলাকা ও রেস্তোরাঁর কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পার্ক করে রাখা ছিল, পরে সেটি বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্মকর্তাদের আশঙ্কা আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

তাৎক্ষণিকভাবে কেউই দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই এ ধরনের হামলা চালাচ্ছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘সন্ত্রাসীদের গাড়ি বোমা হামলার’ কারণেই ওই বিস্ফোরণ হয়েছে।

২০১৭ সালে ইরাক ও সিরিয়ায় আইএসের বিস্তৃত খেলাফত ধসে পড়ার পর গত বছরের ডিসেম্বরে পুরো ইরাক থেকে সশস্ত্র ওই জঙ্গিগোষ্ঠীকে তাড়িয়ে দিয়ে বিজয় অর্জন করেছিল ইরাকি বাহিনী। এরপর থেকেই এ জঙ্গিগোষ্ঠী বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অপহরণ, হত্যাসহ তাদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.