Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০১৮

শাসক জোটের পতনের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে পদচ্যুত করে সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসেকে শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। শুক্রবার (২৬ অক্টোবর) সিরিসেনার অফিস থেকে আকস্মিকভাবে এ বিষয়টি ঘোষণা করা হয়।

রাষ্ট্রপতির ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স পার্টি (ইউপিএফএ) সরকার থেকে বের হয়ে যাওয়ার রণিলক পদচ্যুত করা হলো।

এ ঘটনার পর অর্থমন্ত্রী মঙ্গলা সামারভাইরা বলেন, এটি একটি গণতন্ত্র বিরোধী অভ্যুত্থান। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রনিলকে পদচ্যুত করতে পারেন না। তাই এখনও রনিলই প্রধানমন্ত্রী।

আর মন্ত্রীপরিষদ বিভাগের মুখপাত্র রীতা সেনারত্নে বিবিসিকে বলেছেন, রনিলই দেশটির প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.