Sylhet Today 24 PRINT

ইতালিতে ঝড়ে ১৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

ইতালিতে সপ্তাহব্যাপী চলমান ঝড় ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে। ঝড় ও বন্যায় লণ্ডভণ্ড রাস্তাঘাট, বাড়িঘর। এসময় প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ভেঙ্গে অথবা উপড়ে পড়েছে। ভারী বৃষ্টিতে ইতালির ভেনিসসহ বেশ কিছু শহর বন্যায় প্লাবিত হয়েছে।

ইতালির নাগরিক সুরক্ষা এজেন্সি বলছে, এক সপ্তাহ ধরে ইতালিতে ভারী বৃষ্টি হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রলয়ঙ্করী ঝড়। ইতালির শহর ভেনিস বন্যায় প্লাবিত হচ্ছে। এ বন্যাকে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখছে সেখানকার জনগণ।

ভেনিতো শহরের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি ইউরো ছুঁয়েছে। ভূমিধসের কারণে শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এতে বিখ্যাত ভাওলিন বনসহ ডজনখানেক বনভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভেনিতো শহরের আঞ্চলিক পরিষদের প্রেসিডেন্ট বরার্টো কিয়ামবেটি জানিয়েছেন, প্রলয়ঙ্করী ঝড়ে আসিয়াগো প্লাটিওয়ের ভাল’ডিআসসা অঞ্চলে প্রায় ৩ লাখ গাছ মাটি থেকে উপড়ে পড়েছে ও ভেঙে গেছে।

খবর: সিএনএন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.