Sylhet Today 24 PRINT

ফৈজাবাদ নাম বদলে এখন অযোধ্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৮

উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিছুদিন আগে এলাহাবাদ নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। এবার নাম বদলে গেল ফৈজাবাদেরও।

দীপাবলির একটি ভাষণে নিজের সিদ্ধান্তের কথা জানান যোগী। তিনি বলেন, অযোধ্যা আমাদের সম্মানের প্রতীক। অযোধ্যার সঙ্গে ভগবান রাম জড়িয়ে আছে। খবর এনডিটিভির।

এভাবে ভারতের ঐতিহাসিক স্থানগুলোর মুসলিম নাম বদলে হিন্দু নামকরণ করায় যোগী আদিত্যনাথের নাম সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস।

এদিকে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন যোগী। হরিদ্বারের একটি অনুষ্ঠানে তিনি বলেন, নাম বদল নিয়ে যাদের আপত্তি আছে তাদের বলছি- আপনাদের নাম রাবণ বা দুর্যোধন নয় কেন? কেউ কেউ বলেছিলেন নামে কী যায় আসে। তাদের বলি, ভারতীয় সংস্কৃতিতে নাম একটি গুরুত্বপূর্ণ বিষয়।

নিজের বক্তব্যে সমর্থনে যোগীর যুক্তি ভারতের বেশিরভাগ নামই এসেছে ‘রাম' থেকে। সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে এ ধরনের নামের ব্যবহার বেশি হয়। আর রামের সঙ্গে ‘ভারতীয় ঐতিহ্যও অঙ্গাঙ্গিকভাবে জড়িত।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.