Sylhet Today 24 PRINT

১৮ সৌদির ওপর জার্মানি ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৮ জনের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস একথা নিশ্চিত করেন। তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া আগে ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে। খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ণনা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকের হত্যার কথা স্বীকার করে সৌদি আরব।

রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে।

ইতোমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। জার্মানিও জানালো ভ্রমণ নিষেধাজ্ঞার কথা। পররাষ্ট্রমন্ত্রী  বলেন, খাশোগি হত্যাকাণ্ডে আমাদের আরও অনেক জানার আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, জার্মানির প্রাইভেসি আইনের কারণে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। 

এর আগে অক্টোবরের শেষের দিকে জার্মানি ঘোষণা দিয়েছিলো যে তারা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.