Sylhet Today 24 PRINT

খাশোগি হত্যার বিচার হবে: সৌদি বাদশাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৮

সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর তীব্র আন্তর্জাতিক চাপে থাকা সৌদি আরবের বাদশাহ সালমান ওই ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কোনো অপরাধেরই বিচার না করে ছাড়া হবে না।

সোমবার সৌদির পার্লামেন্টে দেয়া বার্ষিক ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।

বাদশাহ সালমান তার ভাষণে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু না বললেও সৌদি আরবের  বিচার ব্যবস্থার উপর তার আস্থা জানিয়ে বলেছেন, তার (খাশোগির) হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন বলে বিশ্বাস।

তবে বাদশাহ ভাষণে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌদি যুবরাজের নেওয়া সংস্কার কাজ অব্যাহত থাকবে।

তার ভাষণের সময় যাকে নিয়ে সৌদি আরব আজ বিশ্বের কাছে বিতর্কের কেন্দ্রে, সেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বসা ছিলেন সামনের সারিতে। আর তার পাশে বসা ছিলেন সৌদির গ্র্যান্ড মুফতি।

সৌদি যুবরাজই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে এরই মধ্যে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

সৌদি আরবে যুবরাজ সালমানের প্রভাব বিশ্লেষণ করে সিআইএ বলছে, এই ধরনের একটি হত্যাকাণ্ড তার অনুমতি ছাড়া হতে পারে না।

এর আগে তুরস্কের পক্ষ থেকেও বারবার এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সম্পৃক্ত থাকার অভিযোগ করে আসছিলো।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

প্রথম দিকে হত্যার দায় স্বীকার না করলেও পরে সৌদি সরকার স্বীকার করে, কনস্যুলেটের ভেতরে ‘ধস্তাধস্তিতে’ খাশোগি নিহত হন। এর দায়ে ১৮ জন অফিসারকে গ্রেপ্তার করে সৌদি সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.