Sylhet Today 24 PRINT

ইয়েমেনে হামলা বন্ধের আহবান শীর্ষ হুতি বিদ্রোহীর

সিলেটটুডে ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৮

উচ্চ পর্যায়ের এক হুতি কর্মকর্তা ইয়েমেন সংঘাতে বিদ্রোহীদের প্রতি রকেট ও ড্রোন হামলা বন্ধের আহবান জানিয়েছেন। এদিকে জাতিসংঘের এক দূত শান্তি আলোচনার জন্যে দেশটি সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। খবর এএফপি’র।

সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান ও প্রভাবশালী রাজনৈতিক নেতা মোহাম্মাদ আলী আল- হুতি টুইটার বার্তায় বলেন, তার গ্রুপ চায় ইয়েমেনের সকল রাজনৈতিক দল অস্ত্রবিরতির দাবি করুক।

তিনি লিখেছেন, আগ্রাসনের শিকার হওয়া দেশগুলোর বিরুদ্ধে রকেট ও ড্রোন হামলা বন্ধে ইয়েমেনের সকল সরকারি দলের প্রতি আমরা আহবান জানাচ্ছি।

শান্তি আলোচনার চূড়ান্ত প্রস্তুতির ব্যাপারে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আগামী সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানা সফরের পরিকল্পনা করছেন শুক্রবার এমন কথা জানানোর পর হুতির এ শীর্ষ কর্মকর্তা হামলা বন্ধের কথা বললেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন বাহিনীর হামলায় প্রায় ১০ হাজার লোক প্রাণ হারিয়েছে। জাতিসংঘ এটিকে সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে অভিহিত করে।

তবে মানবাধিকার গ্রুপগুলোর ধারণা সেখানে নিহতের প্রকৃত সংখ্যা এ সংখ্যার পাঁচগুণের বেশি হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.