Sylhet Today 24 PRINT

ভারতে গোলাগুলির পর ‘৩ বাংলাদেশি ডাকাত’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৮

ভারতের দিল্লিতে বাংলাদেশি ডাকাত দলের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২৩ নভেম্বর) মধ্যে রাতে দক্ষিণপূর্ব দিল্লির তৈমূর নগর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলির ঘটনাও ঘটে। এর পরপরই তাদেরকে আটক করা হয়।

এডিশনাল কমিশনার অব পুলিশ (ক্রাইম) রাজীব রঞ্জনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশি ডাকাতদলটি দিল্লির দক্ষিণপূর্বে তৈমূর নগরের কোনো একটি বাড়িতে হানা দেওয়ার অপেক্ষায় ছিল।

খবর পেয়ে ওই এলাকার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়ে আত্মসমর্পণ করতে বললে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় পুলিশও পাল্টা গুলি করে জবাব দেয়, বলে জানান রাজীব রঞ্জন।

গ্রেপ্তার তিনজনের মধ্যে পায়ে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কিছু গুলি এবং ঘরের তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, নগরীতে বেশ কিছু অপরাধমূলক ঘটনার সঙ্গে এই দলটির জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছেন।

দলটির সদস্যরা ডাকাতির পাশাপাশি হত্যা এবং সুযোগ পেলে ধর্ষণও করে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজীব রঞ্জন।

রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশি ডাকাত দলরা বেঙ্গালুরু, দিল্লিসহ রাজস্থানের কোটা শহরে ডাকাতি করে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.