Sylhet Today 24 PRINT

পৃথিবীর মতো আরেক গ্রহ পেয়েছে নাসা!

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৫

মহাকাশে পৃথিবীর মতোই একটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা নাসার শক্তিশালী কেপলার টেলিস্কোপ ব্যবহার করে এ গ্রহ আবিষ্কারের ঘোষণা দেন।

নতুন আবিস্কৃত গ্রহটি পৃথিবীর চেয়ে ৬০ গুণ বড় এবং পৃথিবী থেকে এটি এক হাজার চারশ আলোকবর্ষ দূরে।

কেপলার-৪৫২ বি নামে এ গ্রহটির সঙ্গে পৃথিবীর সাদৃশ্য তুলে ধরতে গিয়ে বিজ্ঞানীরা জানান, এটি সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে, যেমনি পৃথিবী তার কক্ষপথে ঘুরে। গ্রহটিতে প্রাণের উৎস মেলার সম্ভাবনা বেশ বলে বিশ্বাস করছেন বিজ্ঞানীরা।

“পৃথিবীর মতোই আরেকটি গ্রহের আবিস্কার আমাদের জন্য তাৎপর্য্যপূর্ণ। গ্রহটির আকার, তাপমাত্রা, বৈশিষ্ট্য পৃথিবীর মতোই পাথুরে, ভূপৃষ্টে পানি থাকার সম্ভাবনা-এসব কিছু গ্রহটিতে প্রাণের অস্তিত্বের আশা জাগিয়েছে", জানিয়েছেন কেপলার গবেষণা বিজ্ঞানী জেফ কফলিন।

তাছাড়া এটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে তা থেকে যথাযথ দূরত্বে অবস্থান করছে। এর ফলে এই গ্রহের উপরিভাগে প্রাণের উদ্ভবের জন্য জরুরি পানি থাকার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.