Sylhet Today 24 PRINT

আল-আকসা মসজিদের অভ্যন্তরে ইসরায়েলি পুলিশ

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৫

মুসলমান ও ইহুদি উভয় ধর্মাবলম্বীদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি পুলিশ। পুলিশ। মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনি মুসলিম ও ইসরায়েলি কট্টর ইহুদিদের মধ্যে সংঘর্ষের সূত্র ধরে তারা এখানে প্রবেশ করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।

জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ একদিকে যেমন মুসলিমদের কাছে পবিত্র স্থান, একইভাবে ইহুদিদের কাছেও পবিত্র স্থান।

রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সকালে পবিত্র ‘তিশা ব’আভ’ দিবস পালন করতে মসজিদটিতে শতাধিক ইহুদি প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর কিছু পরই ইসরায়েলি পুলিশ আল-আকসায় প্রবেশ করে ব্যাপক ধড়-পাকড় চালায়। সেই সঙ্গে অভিযানের সময় মসজিদ প্রাঙ্গনের ফটকও আটকে দেয়া হয় বলে জানানো হয়েছে খবরে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মসজিদ প্রাঙ্গনের ভেতর সাউন্ড বোমা নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষ ও পুলিশের অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.