Sylhet Today 24 PRINT

জাপানে বর্ষবরণের প্রার্থনাকারীদের ওপর ভ্যান, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৯

জাপানের টোকিওর একটি জনবহুল সড়কে ইংরেজি নতুন বছর উদযাপনরত পথচারীদের ওপর একটি চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আটজন।

মঙ্গলবার (১ জানুয়ারি) মধ্যরাতের একটু পর নতুন বছরের প্রথম প্রহরের শুরুতেই টোকিওর ফ্যাশন হাউস সমৃদ্ধ এলাকা হারাজুকুতে ভ্যান হামলাটি চালানো হয় বলে জানায় বিবিসি।

আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সময় সড়কটিতে অনেক লোকজন ছিল। তাদের অধিকাংশই নতুন বছরের প্রার্থনায় যোগ দিতে একটি মন্দিরে যাচ্ছিলেন।

এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি ‘খুনের পরিকল্পনা’ নিয়ে হামলাটি চালিয়েছিলো।

২১ বছর বয়সী ওই যুবক কাজুহিরো কুসাকাব বলে শনাক্ত হয়েছেন।

এনএইচকে বার্তা সংস্থাকে পুলিশ জানায়, সে প্রথমে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তাদের জানিয়েছিল। কিন্তু পরে তার এ কাজ ‘প্রাণদণ্ডের’ সঙ্গে সম্পর্কিত বলে দাবি করে।

হামলাকারী কুসাকাব নির্দিষ্ট কারও প্রাণদণ্ড দেওয়ার কথা বলেছে না সাধারণভাবে মৃত্যুদণ্ডের কথা বলেছে তা পরিষ্কার হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.