Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৯

ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তাঙ্গারা প্রদেশের সুমবাওয়া দ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে মঙ্গলবার ভোরে আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৬।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দ্বীপটির পূর্বাঞ্চলীয় রাবা শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণে ভূত্বকের ৩৬ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটি আঘাত হানে। 

তাক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

গত বছর ইন্দোনেশিয়া একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়। এর মধ্যে লুম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি ও বিপর্যয় নেমে আসে। 

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকি ‘রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে টেকটনিক প্লেটের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। ফলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্ঘটনা হরহামেশাই ঘটে।

গত বছরের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার সুলেসি দ্বীপে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর সুনামিতে ১০ ফিটের উপরে ঢেউ লোকালয়ে আছড়ে পড়ে।

এতে ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.