Sylhet Today 24 PRINT

সৌদি যুবরাজ সালমানের বড় ভাই মোদি!

আন্তর্জাতিক ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

ভারত সফরে এসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় ভাই বলে সম্বোধন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। এই প্রথম ভারত সফর করছেন সৌদি যুবরাজ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানানো হলে সেখানে তিনি বলেন, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার বড় ভাই। তাকে দেখে সব সময় অনুপ্রেরণা পাওয়া যায়।

দুই দেশের সম্পর্ক ডিএনএতে জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন সৌদি যুবরাজ।

এর আগে মঙ্গলবার রাতে মোহাম্মাদ বিন সালমান নয়াদিল্লী পৌঁছান। তার সফরের বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরের লাল চক ময়দানে বিক্ষোভ সমাবেশ করেছে কাশ্মীরিরা। তারা ইয়েমেনে হাজার হাজার মানুষ হত্যার জন্য যুবরাজকে দায়ী করে তার সফরের নিন্দা জানিয়েছেন। এ ছাড়া ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির সৌদি অপতৎপরতারও তারা নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তাদের বক্তব্যে সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের কথাও উঠে এসেছে।

ভারতে যাওয়ার আগে পাকিস্তান সফর করেন বিন সালমান। সেখানে প্রায় দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.